Ajker Patrika

দেশে ফিরেছেন ১২,৩০৬ হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ফিরেছেন ১২,৩০৬ হাজি

এখন পর্যন্ত ১২ হাজার ৩০৬ হাজি দেশে ফিরেছেন। ৩৩টি ফিরতি হজ ফ্লাইটে তারা দেশে ফেরেন। ফিরতি ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৩টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ৪টি ফ্লাইট।

আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে এই তথ্য জানানো হয়েছে। 

চলতি বছর হজে অংশ নিয়েছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৫ জুন। সৌদি আরবে এই হজযাত্রার শেষ ফ্লাইট ছিল ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। 

এ বছর সৌদি আরবে হজ করতে গিয়ে বাংলাদেশের ২৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন নারী ও ১৬ জন পুরুষ। হজযাত্রীরা ১৯ জন মক্কায়, ৩ জন মদিনায় ও একজন জেদ্দায় মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মারা যাওয়া বাংলাদেশি হলেন ফেনীর কামাল উদ্দিন মজুমদার (৬২)। তিনি সৌদি আরবে ১৭ জুলাই মৃত্যুবরণ করেন। 

হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ২২ বাংলাদেশি হলেন-ময়মনসিংহের ফুলবাড়িয়ার মমতাজ বেগম, ঢাকার মোর্শেদ হাসান সিদ্দিকী ও ফারজিন সুলতানা, সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা মো. ফয়জুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা মো. শাহজাহান সিরাজ, কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা মো. আজিজুল হক, টাঙ্গাইল সদরের বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার শিরিন আক্তার, নওগাঁর রফিকুল ইসলাম, মো. আব্দুল মোতালিব, রংপুর পীরগাছার মো. খাইবার হোসেন, মাদারীপুরের লাইলা আক্তার, ঢাকার লালবাগের তপন খন্দকার, সিরাজগঞ্জের রফিকুল ইসলাম, ঢাকার বাড্ডা এলাকার ফাতেমা বেগম, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত