প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): বাংলাবাজার ঘাট থেকে ফেরি না ছাড়ায় শ্বাসকষ্টসহ এক নবজাতককে নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পরিবার। দীর্ঘক্ষণ ঘাটে বসে থেকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের লোকজনকে অনুরোধ করেও ওই পরিবারটি ফেরিতে উঠতে পারেনি। রোববার (৯ মে) বিকেলে বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের আটং এলাকায় গতকাল শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ থাকায় জন্মের কয়েক ঘণ্টা পরই এ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালাসহ স্বজনরা। শ্বাসকষ্টে মুমূর্ষু অবস্থায় থাকায় মা আঁখিকে শরীয়তপুরের হাসপাতালে রেখে যাওয়া হয়। নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও তাঁরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে আটকে যায়।
বাংলাবাজার ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা ও হাজারো আকুতি মিনতি করেও তাঁরা ফেরি পায়নি। দীর্ঘ সময় ঘাটে থেকে শিশুটি আরও নিস্তেজ হয়ে পড়লে শেষ পর্যন্ত স্বজনরা শরিয়তপুরে ফিরে যেতে বাধ্য হয়।
বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্সটি এলেও ফেরি না ছেড়ে এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। অথচ, ঘোষণার সময় জরুরি সেবা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
এ নবজাতকের খালা বলেন, 'কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো হাসপাতালের বিছানায়। বাচ্চাটির শ্বাসকষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়ল না। বাচ্চাটি আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।'
১৫ দিন বয়সের নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, 'বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। রোগীরাও পার হতে পারবে না! এটা কেমন নিয়ম?
এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ। দিনে সব ফেরি বন্ধ থাকবে।'
শিবচর (মাদারীপুর): বাংলাবাজার ঘাট থেকে ফেরি না ছাড়ায় শ্বাসকষ্টসহ এক নবজাতককে নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পরিবার। দীর্ঘক্ষণ ঘাটে বসে থেকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের লোকজনকে অনুরোধ করেও ওই পরিবারটি ফেরিতে উঠতে পারেনি। রোববার (৯ মে) বিকেলে বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের আটং এলাকায় গতকাল শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ থাকায় জন্মের কয়েক ঘণ্টা পরই এ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালাসহ স্বজনরা। শ্বাসকষ্টে মুমূর্ষু অবস্থায় থাকায় মা আঁখিকে শরীয়তপুরের হাসপাতালে রেখে যাওয়া হয়। নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও তাঁরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে আটকে যায়।
বাংলাবাজার ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা ও হাজারো আকুতি মিনতি করেও তাঁরা ফেরি পায়নি। দীর্ঘ সময় ঘাটে থেকে শিশুটি আরও নিস্তেজ হয়ে পড়লে শেষ পর্যন্ত স্বজনরা শরিয়তপুরে ফিরে যেতে বাধ্য হয়।
বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্সটি এলেও ফেরি না ছেড়ে এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। অথচ, ঘোষণার সময় জরুরি সেবা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
এ নবজাতকের খালা বলেন, 'কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো হাসপাতালের বিছানায়। বাচ্চাটির শ্বাসকষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়ল না। বাচ্চাটি আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।'
১৫ দিন বয়সের নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, 'বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। রোগীরাও পার হতে পারবে না! এটা কেমন নিয়ম?
এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ। দিনে সব ফেরি বন্ধ থাকবে।'
শরীয়তপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা সবুজ দেওয়ানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে সদর উপজেলার বেড়াচিকন্দি এলাকায় পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
১৪ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশবকে (২৮) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঈশ্বরদী থানা-পুলিশ এ কথা নিশ্চিত করেছে।
২৪ মিনিট আগেবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘আমাদের সীমিত সম্পদের কথা মাথায় রেখে অপচয়, দুর্নীতি কমাতে হবে। উন্নয়নের আরেকটি বড় সমস্যা আমাদের প্রকল্প ব্যয় বেশি।’
২৮ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে গণ-অনশন ও প্রতীকী অনশন পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং শিক্ষার্থীরা বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী অনশন করেন। কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক
৩৫ মিনিট আগে