Ajker Patrika

মির্জাপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের মির্জাপুরে মিনু রানি মন্ডল (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে প্রতিবেশীদের অভিযোগ ছেলে ও ছেলের বউয়ের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছেন বৃদ্ধা।

মিনু রানি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিসাদাইর চরপাড়া গ্রামের মৃত মহর মন্ডলের স্ত্রী। 

স্থানীয়রা জানান, ছেলে রাজিব মন্ডল ও তার স্ত্রী অর্চনা মন্ডল মিলে মা মিনু রানিকে মাঝে মাঝেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত দুই দিন ধরে এই নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। নির্যাতন সইতে না পেরে বুধবার রাতে মিনু রানি আত্মহত্যা করেন।

মিনু রানির ছেলে রাজিব জানান, তার শিশু কন্যা কল্যানির সঙ্গে অভিমান করে দুই দিন ধরে তার মা খাওয়া দাওয়া বন্ধ রেখেছে। খাওয়ার জন্য পীড়াপীড়ি করলে এক প্লেট ভাত নিয়ে না খেয়ে গরুকে খেতে দেন। পরে রাতে তাঁর নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে কয়েকজন প্রতিবেশীর সহায়তায় মরদেহ নামানো হয়।

পরেশ মন্ডল নামের এক প্রতিবেশী অভিযোগ করে বলেন, রাজিব ও তাঁর বউ দুই দিন ধরে তাঁর মাকে নির্যাতন করছিল। তারা মা মিনু রানিকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করেও দেয়।

মিনতী মন্ডল আরেক প্রতিবেশী বলেন, রাজিবরা প্রতিবেশীদের বাড়িতে এবং আশপাশের কেউ তাদের বাড়িতে যাতায়াত করে না। রাজিব ও তাঁর বউ প্রায়ই মাকে নির্যাতন করে। গেল দুই দিন ধরেও নির্যাতন করেছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) নাসিরুজ্জামান জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত