Ajker Patrika

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় পুলিশের এসআই নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮: ১৩
এসআই মো. সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত
এসআই মো. সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, দায়িত্ব পালনকালে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় রাস্তার পাশের মোটরসাইকেল রেখে রাস্তা পার হচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় গোপালগঞ্জগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি সাজেদুর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি সাইফুলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত