Ajker Patrika

সাভারে যুবদল-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় আটক ২০, ককটেল উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে যুবদল-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় আটক ২০, ককটেল উদ্ধার

সাভারে যুবদল নেতা-কর্মীদের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে ছায়াবিথী এলাকায় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

পুলিশের দাবি, যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে কোনো প্রকার অনুমতি না নিয়েই যুবদলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে সভা করার চেষ্টা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় যুবদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জনকে আটক করে। এ ছাড়া উদ্ধার করা হয় তিনটি ককটেল। 

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পুলিশ যুবদলের এক কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশখোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদল নেতা খোরশেদ আলমের নতুন বাড়িতে ওঠা উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সে আয়োজনে অংশ নিতেই একত্রিত হন যুবদল নেতা-কর্মীরা। তবে পুলিশের দাবি মিলাদের আড়ালেই সমাবেশের চেষ্টা করছিল তাঁরা।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, কোনো রকম অনুমতি ছাড়া সমাবেশের নামে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছৃঙ্খলতা শুরু করে। এ সময় পুলিশ নিয়মিত টহলে বের হলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একজন পুলিশ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত