উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত এক কিশোরী। সে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলার কার্নিশ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু কার্নিশে আটকে যায় মেয়েটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১৪৩ নম্বর প্লটের ৮তলা ভবনের ৭তলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মেয়েটির বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। মায়ের কাছে যেতে চেয়েছিল মেয়েটি। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু নামতে গিয়ে কার্নিশে আটকে যায়।
পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়ে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।
কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিল কাউশী গ্রামে। বাবা মৃত আল আমিন। রাজধানীর বসুন্ধরা এলাকার ওই ভবনটিতে জনৈক পারভিন আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত। ওই এলাকায় মেয়েটির দাদিও থাকে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৩–এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পাওয়া যায় বসুন্ধরা এলাকার ৮তলা ভবনের ৭তলার কার্নিশে এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যার জন্য অবস্থান নিয়েছে। পরে বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সফিকুল ইসলাম আরও বলেন, ‘উদ্ধার হওয়া কিশোরী ভবনটির পঞ্চম তলার জনৈক পারভিন আক্তার নামে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করত।’
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কিশোরীর বাবা মারা গেছে। মায়ের বিয়ে হয়ে গেছে অন্যত্র। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে সে গৃহকর্মীর কাজ করত। সে মায়ের কাছে যেতে চাইছিল অনেকদিন ধরে। কিন্তু দাদি যেতে দেয়নি। দাদিও ওই এলাকায় থাকে। এ নিয়ে দাদির ওপর অভিমান করে মেয়েটি। পরে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে পড়ে সে। পরে এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত এক কিশোরী। সে মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলার কার্নিশ বেয়ে নামতে চেয়েছিল। কিন্তু কার্নিশে আটকে যায় মেয়েটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ১৪৩ নম্বর প্লটের ৮তলা ভবনের ৭তলা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, মেয়েটির বাবা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। মায়ের কাছে যেতে চেয়েছিল মেয়েটি। কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছিল না। তাই ৮তলা ভবনের ৭তলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু নামতে গিয়ে কার্নিশে আটকে যায়।
পরে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়ে জানালার গ্রিল কেটে কার্নিশ থেকে কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।
কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিল কাউশী গ্রামে। বাবা মৃত আল আমিন। রাজধানীর বসুন্ধরা এলাকার ওই ভবনটিতে জনৈক পারভিন আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত। ওই এলাকায় মেয়েটির দাদিও থাকে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৩–এর উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পাওয়া যায় বসুন্ধরা এলাকার ৮তলা ভবনের ৭তলার কার্নিশে এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যার জন্য অবস্থান নিয়েছে। পরে বারিধারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সফিকুল ইসলাম আরও বলেন, ‘উদ্ধার হওয়া কিশোরী ভবনটির পঞ্চম তলার জনৈক পারভিন আক্তার নামে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করত।’
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, কিশোরীর বাবা মারা গেছে। মায়ের বিয়ে হয়ে গেছে অন্যত্র। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি ভবনে সে গৃহকর্মীর কাজ করত। সে মায়ের কাছে যেতে চাইছিল অনেকদিন ধরে। কিন্তু দাদি যেতে দেয়নি। দাদিও ওই এলাকায় থাকে। এ নিয়ে দাদির ওপর অভিমান করে মেয়েটি। পরে আটতলা ভবনের সাততলা থেকে কার্নিশ বেয়ে নেমে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কার্নিশে আটকে পড়ে সে। পরে এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই ঘর থেকে এক গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় করা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন...
২৮ মিনিট আগেবিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন...
২৯ মিনিট আগেক্ষুব্ধ কৃষকেরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন তাঁরা।
৩২ মিনিট আগে