Ajker Patrika

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়সাল, সম্পাদক জুয়েল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

‘শিক্ষা রক্ষার দুর্বার লড়াইয়ে, এসো হে বন্ধু, হাতে রেখে হাত, দৃপ্ত স্লোগানে’— স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের ৪২তম সম্মেলনে কাউন্সিলের প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ফয়সাল মাহমুদকে সভাপতি, জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম ইমনকে সাংগঠিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কমিটির নবনির্বাচিত দপ্তর সম্পাদক আদৃতা রায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সামিহা ইসলাম জিনিয়া, ইমতিয়াজ আহসান রাফিন ও জোহরা আক্তার শ্রাবন্তী। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রাবণ চৌধুরী শামস, মৈত্রী ক্যাডেট ও সালাউদ্দিন ত্বোহা।

নতুন কমিটিতে আনিকা হোসেন অহনা কোষাধ্যক্ষ, আদৃতা রায় দপ্তর সম্পাদক, বখতিয়ার আবিদ শিক্ষা ও গবেষণা সম্পাদক, শাহাদাত হোসেন স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক, সাদমান আহমেদ সিয়াম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হাসিবুল তপু পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, অর্ক দত্ত প্রচার ও প্রকাশণা সম্পাদক, আদৃতা আনোয়ার প্রকৃতি সাংস্কৃতিক সম্পাদক ও মেহেদী হাসান আকাশ ক্রীড়া সম্পাদক হিসবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়াও বিগত কমিটির সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক জাওয়াদুল ইসলাম সম্মানিত সদস্য হিসেবে নতুন কমিটিতে রয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আসিফ জামান, জয়িতা রায়, তিলোত্তমা ইসলাম ইতি, ফখরুল ইসলাম ও জয়শ্রী জ্যোতি। পরবর্তীতে কো-অপ্টের জন্য কমিটির ২টি সদস্যপদ খালি রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর সংসদ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হুমায়ুন কবির। গতকাল শুক্রবার ডাকসু মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম।

সম্মেলনে শিক্ষা উপকরনের দাম কমানো, সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ ও শারীরিক শিক্ষা চালু, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবি জানান নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত