Ajker Patrika

ফের রিমান্ডে মডেল মৌ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফের রিমান্ডে মডেল মৌ

বহুল আলোচিত মডেল মরিয়ম আক্তার মৌকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ আগস্ট তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তিন দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মৌকে মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে হাজির করা হয়। মৌকে রাখা হয় আদালতের হাজতখানায়। 

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। 

প্রসঙ্গত, গত ১ আগস্ট রাত ১০টার দিকে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে তাঁকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। মৌ-এর বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা যায়। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ট্যাবলেট উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। 
 
পুলিশের দেওয়া তথ্যমতে, পিয়াসা ও মৌ মূলত একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মডেলিংয়ের নামে তাঁরা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাঁদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা বা অন্যান্য সুবিধা আদায় করতেন। তবে এ ধরনের কোনো অভিযোগে থানায় বা আদালতে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত