Ajker Patrika

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ 

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৪: ৫৪
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ 

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম রাব্বি মোল্লা (১৭) ও মেহেদী শেখ (২৫)। রাব্বি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শংকরদী এলাকার সিরাজ মোল্লার ছেলে এবং মেহেদী একই এলাকার জাফর শেখের ছেলে। তাঁরা দুজনেই শ্রমিকের কাজ করতেন। 

সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শওকত হোসেন বলেন, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী সোনালী পরিবহন নামের একটি লোকাল বাস শান্তিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাব্বি মোল্লা ও মেহেদী শেখ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মেহেদীরও মৃত্যু হয়। 

উপপরিদর্শক শওকত হোসেন আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ রাজৈর থানার পুলিশ তাদের কাছে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত