Ajker Patrika

ঝোপের মধ্যে কিশোরীর লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৩
ঝোপের মধ্যে কিশোরীর লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাক্প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাইজদি ইউনিয়নের কাহিন্দী এলাকায় নিজ বাড়ির পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর নাম তানজিলা আক্তার (১৭)। সে একই এলাকার সরাফত আলীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানজিলা বাক্প্রতিবন্ধী। সে স্থানীয় একটি সুতার কারখানায় কাজ করত। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঘরের বাইরে যায় সে। এরপর ঝড়বৃষ্টি শুরু হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে বাড়ির পাশের ঝোপে তার লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে উঠে আসে নিহতের হাঁটু, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত