Ajker Patrika

রামপুরায় সড়ক অবরোধ, রাস্তায় সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ১১
রামপুরায় সড়ক অবরোধ, রাস্তায় সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সকালে প্রথমে ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করে। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় ঢাকা কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বি এফ শাহীন কলেজ (কুর্মিটোলা), সিটি কলেজ ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা। 

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বিটিভি সংলগ্ন রামপুরা বাজার ও বনশ্রী-আফতাবনগর এলাকায় প্রবেশ মুখে অবস্থান নিয়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। তাঁরা সব ধরনের যানবাহন আটকে কাগজপত্র পরীক্ষা করছেন। তবে জরুরি চলাচলের জন্য রিকশা, অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ গণপরিবহন চলতে দিচ্ছে। এ সময় তাঁদের কোন বিক্ষোভ করতে বা স্লোগান দিতে দেখা যায়নি। 

রামপুরার সড়কে শিক্ষার্থীদের অবস্থানশাওন নামের এক শিক্ষার্থীর বক্তব্য, কয়দিন পরে পরেই সড়কে আমাদের প্রাণ দিতে হচ্ছে। এভাবে চলতে পারে না। নিরাপদ সড়কের দাবিতে আমাদের আর কত আন্দোলন করতে হবে? রুবেল নামের আরেক শিক্ষার্থী এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে। 

গত রাত সাড়ে ১০টায় রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় মাইনুদ্দিন ইসলাম নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়, আহত হয় আরও একজন। এই ঘটনার প্রতিবাদে জনতা বিক্ষুব্ধ হয়ে ৮টি গাড়িতে আগুন ও ৪টি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীদের আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত