Ajker Patrika

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১২: ৫৭
গ্রেপ্তার লিংকন মোল্লা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার লিংকন মোল্লা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিবারের সঙ্গে দেখা করতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিংকন মোল্লা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মনির হোসেন বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন মোল্লা। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন লিংকন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এসআই আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত