Ajker Patrika

সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণে দগ্ধ আশার মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪: ৪৫
Thumbnail image

রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৬) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই বিস্ফোরণে চারজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, ‘আশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। সাথে শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সকালে আইসিইউতে মারা যান তিনি।’

আশার বড় বোন জান্নাতুল ফেরদৌস জানান, তাঁদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে। বাবার নাম আমির হোসেন। জিগাতলা ট্যানারি মোড়ে থাকতেন। বিস্ফোরণের শিকার শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সে অ্যাডমিনে কর্মরত ছিলেন আশা। ঘটনার সময় তিনি ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন। 

এর আগে গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনের ওই বিস্ফোরণে তিনজন নিহত হন। নিহতরা হলেন তুষার, শফিকুজ্জামান ও আব্দুল মানান। তাঁরা ওই ভবনের তৃতীয় তলার লায়রা প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। এ ছাড়া বিস্ফোরণের ঘটনায় আহত ও দগ্ধ হন বেশ কয়েকজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত