Ajker Patrika

নিখোঁজের ৮ দিন পর প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার 

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া প্রতিনিধি
Thumbnail image

নিখোঁজের ৮ দিন পর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মদিনা আক্তার (২৮) নামে এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ডোবায় ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে জানতে পারে ওই নারীর নাম মদিনা আক্তার। তিনি উপজেলার কোদালিয়া গ্রামের আবু তাহেরের মেয়ে এবং বুদ্ধিপ্রতিবন্ধী।

গত ২৮ মে রেহেনা আক্তার নামে এক নারীর সঙ্গে চণ্ডীপাশা ইউপি  চেয়ারম্যানের ডাকে ৪০ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সভায় যায় ওই নারী। সভা শেষে রেহেনাসহ আর কেউ ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে খুঁজে পায়নি। পরে রেহেনা প্রতিবন্ধী নারীর পরিবারকে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে গত ৩১ মে পাকুন্দিয়া থানায় একটি ডায়েরি করা হয়।

মদিনা আক্তারের দুলাভাই স্বপন মিয়া বলেন, ‘আমার শ্যালিকা একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী তারতো কোনো শত্রু থাকার কথা না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন বিষয়টির সুষ্ঠু তদন্ত করে। তার সঙ্গে যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে যেন আমরা বিচার পাই।’

চণ্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন বলেন, ‘মদিনা আক্তার একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। সে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে কাজ করত। মদিনার নিখোঁজের সংবাদ যখন পাই তখন তার পরিবারের সদস্যদের মাইকিং করতে বলি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করতে বলি। আজ শুনলাম তার মরদেহ পাওয়া গেছে। আমি এ বিষয়টির সুষ্ঠু তদন্ত চাই।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাহারুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন যথানিয়মে পাঠিয়ে দেওয়া হবে। আমরা কিছু বলতে পারব না।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ‘সাধারণ ডায়েরির পর থেকেই তাকে আমরা খুঁজতে ছিলাম। এখন তার মরদেহ পাওয়া গেছে খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাকুন্দিয়া থানায় ওই নারী হারিয়ে গিয়েছে মর্মে সাধারণ ডায়েরি করা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত