নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন তাঁরা।
যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন সাবেক ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী মো. হামিদুর রহমান। এদিন ইতিপূর্বে সাক্ষ্য প্রদানকারী এ মতিন অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ কে আব্দুল মতিন তাঁর বাকি জবানবন্দিও প্রদান করেন।
ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ জুলাই দিন ধার্য করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মোশারফ হোসেন কাজলের সহযোগী ফয়েজ আহমেদ সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত এই মামলায় ৪১ জন সাক্ষী সাক্ষ্য দেন। তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না।
গত ২১ মে মামলার বাদী দুদকের উপপরিচালক ড. মো. জহিরুল হুদার সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে, গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান এবং তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন তাঁরা।
যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন সাবেক ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মান্নান ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী মো. হামিদুর রহমান। এদিন ইতিপূর্বে সাক্ষ্য প্রদানকারী এ মতিন অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ কে আব্দুল মতিন তাঁর বাকি জবানবন্দিও প্রদান করেন।
ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষ্য গ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ জুলাই দিন ধার্য করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মোশারফ হোসেন কাজলের সহযোগী ফয়েজ আহমেদ সাক্ষ্য গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত এই মামলায় ৪১ জন সাক্ষী সাক্ষ্য দেন। তারেক ও জোবাইদা পলাতক থাকায় তাঁদের পক্ষে কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ নিতে পারছেন না।
গত ২১ মে মামলার বাদী দুদকের উপপরিচালক ড. মো. জহিরুল হুদার সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে, গত ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান এবং তাঁর মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। তারেক রহমানের শাশুড়িকে মামলা থেকে হাইকোর্ট অব্যাহতি দেন।
সিরাজগঞ্জের কামারখন্দে মোছা. সালমা খাতুন নামের এক নারীর নগদ অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৪২ হাজার ২৫০ টাকা গায়েব হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার (১ আগস্ট) তিনি কামারখন্দ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
৬ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি মাওলানা মো. আবরারুল হককে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় তাঁকে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবরারুল হক
৭ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সব পক্ষের ইতিবাচক সাড়া
১০ মিনিট আগেকমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের লেক (হ্রদ) থেকে রামলাল রবিদাস (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শমশেরনগর চা-বাগানের ১২ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে