নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।
আসামির পরিবর্তে অন্য একজন কারাবাসের ঘটনায় সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ, আসামিপক্ষের আইনজীবী, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও ডেপুটি জেলারসহ সংশ্লিষ্টদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মো আশরাফুল কামালের একক বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে উত্তরায় যুবলীগ নেতা নাজমুল হাসানের মাদক মামলায় ৭ বছরের জেল খাটার পরিবর্তে টাকার বিনিময়ে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির জেল খাটার বিষয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, আসামির পরিবর্তে অন্য একজন জেলে গিয়ে জামিনের পর আপিল দায়ের করে। যার মাধ্যমে প্রকৃত আসামি ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে। যার কারণে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার বিষয় আবেদন জানান তিনি।
শুনানির সময় আপিলকারী পক্ষের নিয়োজিত সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও রমজান খান মামলা হতে নিজেদের নাম প্রত্যাহার করার আবেদন জানান।
শুনানি শেষে হাইকোর্ট আসামি আত্মসমর্পণের সময় তার প্রকৃত পরিচয় কীভাবে সনাক্ত করা হয়েছিলেন সে বিষয়ে ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলমের কাছে জানতে চান। নিম্ন আদালতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম ও আরিফুল ইসলামকে ঘটনার বিষয়ে তাদের বক্তব্য হলফনাম আকারে আদালতে দাখিলের নির্দেশ দেন।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আসামিকে কি প্রক্রিয়ায় গ্রহণ করেছেন হলফনামাসহ তা দিতে বলা হয়েছে।
আর ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী আসামির স্বাক্ষর কীভাবে সত্যায়িত করেছেন তা জানাতে বলা হয়েছে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হাসানকে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তার আইনজীবী রমজান খানের মাধ্যমে জানাতে বলা হয়েছে।
আগামী সাত কার্য দিবসের মধ্যে লিখিতভাবে এসব জানাতে হবে বলে জানিয়েছেন মনজিল মোরসেদ। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেনের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ মিনিট আগেরাজধানীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে কর্মরত।
১৩ মিনিট আগেবগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগে