Ajker Patrika

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৬: ১৩
বিএনপির নেতার বাড়িতে ভাঙচুর করা মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
বিএনপির নেতার বাড়িতে ভাঙচুর করা মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিমের নেতৃত্বে একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ আলীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মধ্যরাতে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে হরিরামপুর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের আব্দুল করিম, মো. সুজন, সাইফুল, মাসুদ, মো. রতন, মানিক, সোহেল, রুবেল, সজল ও রিংকুর নেতৃত্বে কয়েকজন গত সোমবার রাত ১১টার দিকে ইউসুফের বাড়ির গেট ভেঙে ফেলেন। তাঁরা ঘরে ঢুকে ইউসুফের স্ত্রী ও ছোট ছেলেকে মারধর করেন। মোটরসাইকেল ভাঙচুর করেন এবং আলমারি ভেঙে ৩ লাখ টাকা নিয়ে যান।

অভিযোগের বিষয়ে বলড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, ‘আমার ভাগনে সিয়ামকে ইউসুফ চাচার ছেলে নিবিড়সহ কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মারধর করে। এ বিষয়ে জানতে ওই বাড়িতে যাই। তখন কিশোর গ্যাংসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। আমরা কিছু ভাঙচুর করিনি। কোনো নারীকে মারধরও করা হয়নি। থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার ভাগনেকে মারধরের ঘটনায় আমরা গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

বিএনপির নেতার বাড়িতে ভাঙচুর করা আসবাব। ছবি: সংগৃহীত
বিএনপির নেতার বাড়িতে ভাঙচুর করা আসবাব। ছবি: সংগৃহীত

ইউসুফ আলীর বড় ছেলে আবির হোসেন বলেন, ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে কয়েক মাস আগে আমাদের সঙ্গে করিম ভাইয়ের লোকজনের ঝামেলা হয়। সেই ঘটনার জেরে কয়েক দিন ধরে করিম ভাইয়ের ১২-১৩ বছরের ভাগনে আমার ছোট ভাই নিবিড়কে ফোনে হুমকি দিচ্ছিল। ঘটনার রাতে ওই ছেলের সঙ্গে মসজিদে দেখা হলে আমার ছোট ভাই হুমকির কারণ জানতে চায়। তখন দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আমার ভাই তাকে একটি থাপ্পড় দেয়। এ ঘটনায় ওই রাতে আমার মাকে মারধর করা হয়। আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ঘর থেকে ৩ লাখ টাকা নিয়ে যায়।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ বলেন, ‘গতকাল রাতে ঘটনা শুনেছি।’

এ বিষয়ে জানতে চাইলে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত