উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাইজু আক্তার (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণখানের একটি ফ্ল্যাট থেকে গতকাল শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত লাইজু আক্তার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের সাজারুল ইসলামের মেয়ে এবং ঢাকার নবাবগঞ্জের মাসুদ রানার স্ত্রী। তিনি ওই ফ্ল্যাটে স্বামী ও বোনের সঙ্গে থাকতেন।
নিহতের বড় বোন রুনা আক্তার বলেন, ‘একই ফ্ল্যাটের একটি রুমে আমরা স্বামী-স্ত্রী থাকি। আরেকটি ফ্ল্যাটে ছোট বোন লাইজু ও তাঁর স্বামী থাকে। ওই সময় আমি গার্মেন্টস থেকে এসে দেখি লাইজুর রুম লাগানো। দরজার সামনে তাঁর স্বামী মাসুদ রানা শুয়ে আছে। আর লাইজু রুমের ভেতরে। পরে ডাকাডাকি ও ফোন করে কোনো শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। পরে লাইজুকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাওয়া যায়।’
নিহত গৃহবধূর স্বামী মাসুদ রানা বলেন, ‘আমি ঈদের পর গ্রামের বাড়ি গিয়েছিলাম। ঘটনার দিন বিকেলে বাসায় ফিরেছিলাম। ফিরেই আমার বাসার পাশের এলাকার কম্পিউটারের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে ক্ষুধা লাগায় সন্ধ্যায় ভাত চেয়েছিলাম। পরে লাইজু আমায় বলে, বাসায় গ্যাস নেই। তিন দিন ধরে না খেয়ে রয়েছি। পরে আমি বাহিরে গিয়ে খেতে চাইলে তর্ক-বিতর্ক হয়। পরে রুমে ঢুকে লাইজু ঘরের দরজা আটকিয়ে ছিটকিনি লাগিয়ে দেয়। তখন আমি দরজার সামনেই ফ্লোরে শুয়ে পড়ি। রাত ৮টার দিকে ডাকাডাকি ও ফোন করি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি লাইজু ফ্যানের সাথে ঝুলছে।’
তাঁর গলায় আঁচড়ের দাগ ও হাত কাটার প্রসঙ্গে জানতে চাইলে মাসুদ রানা বলেন, ‘সেফটিপিন দিয়ে গলায় আঁচড় দিয়েছি। কয়েক দিন আগে গ্রামের বাসায় রাগে শোকেসের গ্লাস ভাঙতে গিয়ে ডান হাত কেটে গেছে। আর বাম হাত নিজেই কেটেছি।’
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন বলেন, ‘মিজানের গ্যারেজ এলাকার একটি ভাড়া বাসার বেড রুম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’
নিহতের স্বামীর শরীরের আঘাতের চিহ্ন ও ওই গৃহবধূর মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে আফতাব উদ্দিন বলেন, ‘নিহতের স্বজনদের কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অপরদিকে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর বোনেরাই নিহতের স্বামীর জন্য সাপোর্ট করছে। তাই প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এবং তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া গেলে পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।’
রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাইজু আক্তার (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। দক্ষিণখানের একটি ফ্ল্যাট থেকে গতকাল শনিবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত লাইজু আক্তার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের সাজারুল ইসলামের মেয়ে এবং ঢাকার নবাবগঞ্জের মাসুদ রানার স্ত্রী। তিনি ওই ফ্ল্যাটে স্বামী ও বোনের সঙ্গে থাকতেন।
নিহতের বড় বোন রুনা আক্তার বলেন, ‘একই ফ্ল্যাটের একটি রুমে আমরা স্বামী-স্ত্রী থাকি। আরেকটি ফ্ল্যাটে ছোট বোন লাইজু ও তাঁর স্বামী থাকে। ওই সময় আমি গার্মেন্টস থেকে এসে দেখি লাইজুর রুম লাগানো। দরজার সামনে তাঁর স্বামী মাসুদ রানা শুয়ে আছে। আর লাইজু রুমের ভেতরে। পরে ডাকাডাকি ও ফোন করে কোনো শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। পরে লাইজুকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাওয়া যায়।’
নিহত গৃহবধূর স্বামী মাসুদ রানা বলেন, ‘আমি ঈদের পর গ্রামের বাড়ি গিয়েছিলাম। ঘটনার দিন বিকেলে বাসায় ফিরেছিলাম। ফিরেই আমার বাসার পাশের এলাকার কম্পিউটারের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে ক্ষুধা লাগায় সন্ধ্যায় ভাত চেয়েছিলাম। পরে লাইজু আমায় বলে, বাসায় গ্যাস নেই। তিন দিন ধরে না খেয়ে রয়েছি। পরে আমি বাহিরে গিয়ে খেতে চাইলে তর্ক-বিতর্ক হয়। পরে রুমে ঢুকে লাইজু ঘরের দরজা আটকিয়ে ছিটকিনি লাগিয়ে দেয়। তখন আমি দরজার সামনেই ফ্লোরে শুয়ে পড়ি। রাত ৮টার দিকে ডাকাডাকি ও ফোন করি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি লাইজু ফ্যানের সাথে ঝুলছে।’
তাঁর গলায় আঁচড়ের দাগ ও হাত কাটার প্রসঙ্গে জানতে চাইলে মাসুদ রানা বলেন, ‘সেফটিপিন দিয়ে গলায় আঁচড় দিয়েছি। কয়েক দিন আগে গ্রামের বাসায় রাগে শোকেসের গ্লাস ভাঙতে গিয়ে ডান হাত কেটে গেছে। আর বাম হাত নিজেই কেটেছি।’
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন বলেন, ‘মিজানের গ্যারেজ এলাকার একটি ভাড়া বাসার বেড রুম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে দক্ষিণখান থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’
নিহতের স্বামীর শরীরের আঘাতের চিহ্ন ও ওই গৃহবধূর মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে আফতাব উদ্দিন বলেন, ‘নিহতের স্বজনদের কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অপরদিকে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর বোনেরাই নিহতের স্বামীর জন্য সাপোর্ট করছে। তাই প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এবং তদন্তে হত্যার কোনো আলামত পাওয়া গেলে পরবর্তীতে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।’
রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
১৩ মিনিট আগেডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ শনিবার (১৬ আগস্ট) উত্তরা সেক্টর-১৮-এর সন্ধ্যামালতী প্লেয়িং ফিল্ডে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাইকালে ১ হাজার ৯৭৬টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার মইজ্জ্যেরটেক পুলিশ বক্সের চেকপোস্টে তল্লাশিতে ইয়াবা উদ্ধারসহ আটক করা হয় তাঁদের।
৪১ মিনিট আগে