Ajker Patrika

মডার্নার টিকাসহ গ্রেপ্তার বিজয় কৃষ্ণ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৮: ২০
মডার্নার টিকাসহ গ্রেপ্তার বিজয় কৃষ্ণ কারাগারে

মডার্নার করোনা টিকা অবৈধভাবে দখলের রাখার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিজয় কৃষ্ণ কে আদালতে হাজির করেন। তাঁর পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ২৩ আগস্ট বিজয় কৃষ্ণকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৮ আগস্ট রাতে তাকে আটক করে দক্ষিণখান থানা-পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার দুই ভায়াল মডার্না ভ্যাকসিন এবং ২০টি খালি বক্স জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, বিজয় কৃষ্ণ তার ক্লিনিকে অবৈধভাবে মডার্নার টিকা রেখে মানুষকে দিয়েছেন বলে জানা গেছে। টিকা দেওয়ার জন্য তাঁর ক্লিনিকের কোনো অনুমোদন নেই। এমত অবস্থায় ওই টিকাগুলো কীভাবে তাঁর কাছে এলো এবং এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার জন্য তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত