Ajker Patrika

অস্ত্র ও গাঁজাসহ কাশিমপুর কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ময়লার গাড়ি, গ্রেপ্তার ২ 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ১২
অস্ত্র ও গাঁজাসহ কাশিমপুর কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ময়লার গাড়ি, গ্রেপ্তার ২ 

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি প্রবেশের সময় সেখানে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালকসহ দুজনকে গ্রেপ্তার করে কারা পুলিশ। 

আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সকালে তাঁঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। 

গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৮) ও মহানগরীর শান্তি পল্লি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফ (৩০)। 

জেল সুপার সুব্রত কুমার বালা আজকের পত্রিকাকে জানান, কারা অভ্যন্তরে ময়লা পরিষ্কার করার জন্য গাজীপুর সিটি করপোরেশনের গাড়ি প্রবেশ করার সময় কর্তব্যরত কারারক্ষীরা গাড়িটি তল্লাশি করেন। এ সময় গাড়ির ডেস্ক কভারের নিচ থেকে ২২ ইঞ্চি লম্বা লোহার তৈরি দুটি দা, ১০ ইঞ্চি লম্বা চাকু, একটি মোবাইল ফোন, একটি ইয়ারফোন এবং কালো স্কচটেপে প্যাঁচানো ২৫০ গ্রাম গাঁজার দুটি বল জব্দ করা হয়। পরে তাঁদের আটক করে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের ডাম্পট্রাক। এ সময় গাড়িটি তল্লাশি করে কারারক্ষীরা দুজনকে আটক করে। পরে কারা কর্তৃপক্ষ ওই দুজনকে আমাদের কাছে হস্তান্তর করে।’ 

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত