নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকাল ৯টায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে তাঁরা অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেমায়েতপুর এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকেরা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না পাওয়ায় গতকাল রোববার কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তাঁরা বিক্ষোভ থেকে সরে গিয়ে আজকের মধ্যে বকেয়া পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ করেন।
আজ সকালে কর্মস্থলে গিয়ে দাবি আদায়ের বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে প্রথমে কারখানার ভেতরে এবং পরে সকাল ৯টার দিকে মহাসড়কে গিয়ে বিক্ষোভে অংশ নেন শ্রমিকেরা।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। তবে তাঁরা বেতন ও বোনাস পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন। পরে পুলিশ সদস্যরা দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের সরিয়ে দেন। এ সময় তাঁরা আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
এ বিষয়ে শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।’
ঢাকার সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকাল ৯টায় হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে তাঁরা অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েন।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হেমায়েতপুর এলাকার বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকেরা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না পাওয়ায় গতকাল রোববার কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তাঁরা বিক্ষোভ থেকে সরে গিয়ে আজকের মধ্যে বকেয়া পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ করেন।
আজ সকালে কর্মস্থলে গিয়ে দাবি আদায়ের বিষয়ে কোনো সদুত্তর না পেয়ে প্রথমে কারখানার ভেতরে এবং পরে সকাল ৯টার দিকে মহাসড়কে গিয়ে বিক্ষোভে অংশ নেন শ্রমিকেরা।
অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। তবে তাঁরা বেতন ও বোনাস পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন। পরে পুলিশ সদস্যরা দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের সরিয়ে দেন। এ সময় তাঁরা আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
এ বিষয়ে শিল্প পুলিশের আশুলিয়া জোনের পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন।’
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
২৭ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
৪০ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৪৩ মিনিট আগে