Ajker Patrika

টাকা দিয়ে ময়লা-আবর্জনা কিনলেন এমপি! 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৬: ৩৫
টাকা দিয়ে ময়লা-আবর্জনা কিনলেন এমপি! 

টাকা দিয়ে কেউ ময়লা-আবর্জনা কেনে? তা-ও আবার তিনি যদি সংসদ সদস্য হন তবে তাঁর কী এমন দরকার যে তাঁকে ময়লা-আবর্জনা কিনতে হলো? তবে কি তিনি নতুন ব্যবসা শুরু করলেন? না! বিষয়টা সে রকম নয়। বিষয়টা কী? 

আজ সোমবার চট্টগ্রামের রাউজান আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ১ হাজার বস্তারও বেশি ময়লা-আবর্জনা কিনে নিয়েছেন। বস্তাপ্রতি দাম দিয়েছেন ১০০ টাকা করে। সেই হিসাবে ১ লাখ টাকারও বেশি টাকা দিয়ে তিনি রাউজানের ডাবুয়া ইউনিয়ন থেকে এই ময়লা-আবর্জনা কেনেন তিনি। 

রাউজান উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ময়লা-আবর্জনা কেনার কার্যক্রম শুরু হয়েছে কিছুদিন আগেই। কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। উপজেলার ১৪টি ইউনিয়নেই এই কার্যক্রম শুরু হয়। রাউজান উপজেলাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। 

এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে ডাবুয়া ইউনিয়নের ময়লা-আবর্জনা কেনার কর্মসূচি ছিল। ডাবুয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী উপস্থিত থেকে ১ হাজার বস্তারও বেশি ময়লা-আবর্জনা কেনেন। প্রতি বস্তা ময়লা-আবর্জনার দাম দেওয়া হয় ১০০ টাকা করে। ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্র নারী-পুরুষেরা এসব ময়লা–আবর্জনা নিয়ে আসেন। 

ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সহসভাপতি কামরুল ইসলাম বাহাদুর, প্যানেল মেয়র-২ সমীর দাশ গুপ্ত। 

ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত