Ajker Patrika

ধানমন্ডির এক বাসায় বিউটিশিয়ানকে ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিনিধি
ধানমন্ডির এক বাসায় বিউটিশিয়ানকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি অনলাইনের মাধ্যমে বিউটিশিয়ানের কাজ করতেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে ধানমন্ডি-২৮ নম্বরের একটি বাসায় ঘটনাটি ঘটে। আজ বুধবার দুপুরের দিকে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর স্বামীর বন্ধু আশিকুর রহমান জানায়, তারা স্বামী-স্ত্রী হাজারীবাগ এলাকায় থাকে। স্বামী অনলাইনে জুতার ব্যবসা ও স্ত্রী অনলাইনে বিউটিশিয়ানের কাজ করত।

আশিকুর রহমান আরও জানান, গতকাল একটি মেয়ে ফোন দিয়ে ধানমন্ডি-২৮ নম্বর যেতে বলে। রাত সাড়ে ৮টার দিকে তিনি ধানমন্ডিতে যায়। সেখানে একটি ছেলে তাকে রিসিভ করে বাসার ২য় তলায় নিয়ে যায়। বাসায় একটি মেয়েসহ তিনজন ছেলে ছিল। তারা ভুক্তভোগী মেয়েটিকে মারধর করে। তিনজন মিলে মেয়েটিকে ধর্ষক করে বলে অভিযোগ করেন।

আশিকুর আরও জানান, ধর্ষণের পর মেয়েটিকে বলে পালিয়ে যা না হলে মেরে ফেলব। পরে সে বাসা থেকে বেরিয়ে একটি পাঠাও করে গাবতলি যায়। সেখান থেকে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে। মেয়েটির স্বামী তখন সাভার এক বন্ধুর বাসায় ছিল। এবং সেখানে আসতে বলে। সাভারের বাসায় গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। আজ বুধবার সকালে তাকে চিকিৎসার জন্য প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। বিষয়টি ধানমন্ডি থানায় অবহিত করে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মনছুর আহমেদ জানান, এমন একটি ঘটনা শুনেছি। হাসপাতালে ভুক্তভোগী ও তাঁর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। মেয়েটি বিউটিশিয়ান। তাকে অনলাইনে অপর একটি মেয়ে ধানমন্ডির এক বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে।

এসআই আরও জানান, ঘটনাস্থলের ঠিকানা ঠিকমতো বলতে পারছে না। থানায় মামলা হলে ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থলে যেতে হবে। পরে ঘটনার বিস্তারিত জানা যাবে। মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত