Ajker Patrika

১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২১, ১৫: ৩৫
১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে মামুনুল হক

নারায়ণগঞ্জ: নাশকতা ও ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় করা পৃথক ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, রিমান্ড শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে মামুনুল হককে হাজির করে পুলিশ। আদালত শুনানি শেষে তাঁকে কাশিমপুর কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে করা ছয়টি মামলার মধ্যে চারটি মামলা হরতালে নাশকতার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় করা হয়। অপর দুটি মামলা হয় ২ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মামুনুলের নারী কেলেঙ্কারি ইস্যুতে হেফাজত নেতা-কর্মী ও সমর্থকদের নাশকতা ও তাণ্ডব সৃষ্টির ঘটনায়। এর মধ্যে একটি মামলায় মামুনুলকে নাশকতায় নেতৃত্বদাতা হিসেবে আসামি করা হয়। অপর মামলায় মামুনুলের বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে রিসোর্টে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ করেন তাঁর দ্বিতীয় কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত