Ajker Patrika

চট্টগ্রামের সাবেক মেয়রের পক্ষে মাওয়ায় খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মাওয়া থেকে
আপডেট : ২৫ জুন ২০২২, ১২: ৩৪
চট্টগ্রামের সাবেক মেয়রের পক্ষে মাওয়ায় খাবার বিতরণ

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, তাই সবাই নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হওয়ার চেষ্টা করছেন। গণমাধ্যমকর্মী থেকে অনেকেই সকালে পেটে কিছু না দিয়েই এসেছেন মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে। একের পর এক অতিথি আসছেন। তৎপরতা বাড়ছে সংবাদকর্মীদের।

এ সময় অনেকেই খোঁজার চেষ্টা করছিলেন খাবারের। এরই মাঝে হঠাৎ বড় ব্যাগ থেকে খাবার বিতরণ শুরু করলেন কয়েকজন মিলে। 

প্যাকেটের ওপরে ছবি দেওয়া চট্টগ্রামের সাবেক মেয়র চৌধুরী মনজুর আলমের। মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে উঠল নাশতার প্যাকেট। সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু উত্তর থানার সামনে ভিড় করেছিলেন স্থানীয় অনেক নেতা-কর্মী। তাঁদের মধ্যেও আলোচনার ইস্যু এই খাবার। 

যাঁরা বিতরণ করছিলেন তাঁরা জানালেন, সাবেক মেয়রের পক্ষ থেকে এই খাবারের ব্যবস্থা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত