Ajker Patrika

ডোবায় পড়ে ছিল মায়ের মরদেহ, পাশেই দেড় বছরের আহত সন্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১১: ৫৯
ডোবায় পড়ে ছিল মায়ের মরদেহ, পাশেই দেড় বছরের আহত সন্তান

রাজধানীর ডেমরা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই নারীর দেড় বছর বয়সী সন্তান সাদমানকেও উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া নারীর নাম হালিমা খাতুন (২৫)।

আজ রোববার ডেমরা থানার ডগাইর পূর্বপাড়া (পশ্চিম সানারপাড়) ৫৪৫ নম্বর বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহ ও আহত শিশুকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় শিশু সাদমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসলাতালে নেওয়া হয়েছে।

মারা যাওয়া নারীর স্বামী স্কুলশিক্ষক শাহীনের দাবি, বাড়ির পাঁচতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন তাঁর স্ত্রী। বাড়িটিতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহীন।

বাড়ির মালিক তাজুল ইসলাম জানান, ‘ওই নারীর স্বামী শাহীন সকালে তাঁকে ফোন করে ঘটনা জানান।’

স্থানীয়দের ধারণা, লাফ দিয়ে পড়ে আত্মহত্যা নয়, হালিমাকে ওপর থেকে ফেলে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই নারীর পরিবারের সদস্যদেরও একই দাবি। তাঁদের দাবি, এটা পরিকল্পিত হত্যা।

তবে হালিমার ননদ হোসনে আরা বেগম বলেন, তাঁদের মধ্যে কোনো সমস্যা ছিল না। দাম্পত্য জীবনে সুখী ছিল। হঠাৎ করেই আজ তাঁরা দেখতে পান বাসার পাশে ডোবায় পড়ে আছে হালিমার মরদেহ।

জানতে চাইলে ডেমরা থানার এসআই আউয়াল এখনো ঘটনাস্থলে রয়েছেন বলে জানান। মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন হাতে পেলেই বিস্তারিত জানাতে পারবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত