ঢামেক প্রতিনিধি
রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারে জান্নাতুল নওরিন এশা (২২) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত এশা খুলনা জেলার সোনাডাঙ্গা থানার মজিদ সরণির ১২৫ নম্বর স্বর্নকোমল বাসার মৃত এরশাদ আলী সিকদারের মেয়ে। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের ৯/সি/২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।
মৃত এশার মামাতো ভাই এস এম সাদিকুল আলম রুশো বলেন, ‘এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। বর্তমানে কিছুই করত না। গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারে মা সানজিদা নাহারের সঙ্গে বাসাতেই থাকত। বাবা এরশাদ আলী সিকদার অনেক আগেই মারা গেছে। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। গতকাল সন্ধ্যায় তাদের দুজনের ঝগড়া হয়।’
রুশো আরও বলেন, ‘রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় এশা। ভোরে এশার মা তাকে অনেক ডাকাডাকি করে। কিন্তু দরজা খুলছিল না। সন্দেহ হলে এশার বান্ধবী খন্দকার সুমি আক্তার ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখতে পায় এশা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। এ সময় তার দুই হাত ধারালো ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্বজনেরা জানান, ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে দাফন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এশা মৃত এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী শোভার মেয়ে বলে জানতে পেরেছি। তাঁর দুই হাতে ব্লেড দিয়ে কাটা ছিল। তিনি আরও বলেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ওই তরুণী। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এরশাদ সিকদার একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার ছিলেন। খুন, অত্যাচার, চুরি-ডাকাতিসহ নানা অপরাধের জন্য ২০০০ সালের ৩০ এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ সিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। পরে ২০০৪ সালের ১০ মে রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয় তাঁর।
রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারে জান্নাতুল নওরিন এশা (২২) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত এশা খুলনা জেলার সোনাডাঙ্গা থানার মজিদ সরণির ১২৫ নম্বর স্বর্নকোমল বাসার মৃত এরশাদ আলী সিকদারের মেয়ে। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের ৯/সি/২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।
মৃত এশার মামাতো ভাই এস এম সাদিকুল আলম রুশো বলেন, ‘এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। বর্তমানে কিছুই করত না। গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারে মা সানজিদা নাহারের সঙ্গে বাসাতেই থাকত। বাবা এরশাদ আলী সিকদার অনেক আগেই মারা গেছে। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। গতকাল সন্ধ্যায় তাদের দুজনের ঝগড়া হয়।’
রুশো আরও বলেন, ‘রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় এশা। ভোরে এশার মা তাকে অনেক ডাকাডাকি করে। কিন্তু দরজা খুলছিল না। সন্দেহ হলে এশার বান্ধবী খন্দকার সুমি আক্তার ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখতে পায় এশা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। এ সময় তার দুই হাত ধারালো ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
স্বজনেরা জানান, ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায় নিয়ে দাফন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি গুলশান থানাকে জানানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, এশা মৃত এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী শোভার মেয়ে বলে জানতে পেরেছি। তাঁর দুই হাতে ব্লেড দিয়ে কাটা ছিল। তিনি আরও বলেন, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন ওই তরুণী। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এরশাদ সিকদার একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াল কিলার ছিলেন। খুন, অত্যাচার, চুরি-ডাকাতিসহ নানা অপরাধের জন্য ২০০০ সালের ৩০ এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক এম হাসান ইমাম এরশাদ সিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। পরে ২০০৪ সালের ১০ মে রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয় তাঁর।
বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী-পুরুষ। এর মধ্যে বিষ পান করে ১৮৩, গলায় দড়ি দিয়ে ২৬ আর ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেন।
২ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
৩ ঘণ্টা আগে