নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের পর এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার ফ্ল্যাট থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড্ডায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, বাড্ডার ওই ফ্ল্যাট রিয়াদ নিজে ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির মাধ্যমেই টাকাগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গতকাল বুধবার রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদের কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আব্দুল কালাম আজাদ বলেন, ‘গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার অফিসে ঢুকে আমাকে হুমকি দেয়। তারা বলে, “আপনি নিজে থানায় যাবেন, না আমরা নিয়ে যাব?” তারপর বলে, “টাকা দেবেন, না বাইরে যে ২০০ লোক আছে, তাদের জুতার বাড়ি, চড়-থাপ্পড় খাবেন?”
এ ঘটনার পাশাপাশি গুলশানে চাঁদাবাজির মামলায় রিয়াদসহ সাবেক পাঁচ নেতা বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের পর এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার ফ্ল্যাট থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড্ডায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, বাড্ডার ওই ফ্ল্যাট রিয়াদ নিজে ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির মাধ্যমেই টাকাগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গতকাল বুধবার রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদের কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আব্দুল কালাম আজাদ বলেন, ‘গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার অফিসে ঢুকে আমাকে হুমকি দেয়। তারা বলে, “আপনি নিজে থানায় যাবেন, না আমরা নিয়ে যাব?” তারপর বলে, “টাকা দেবেন, না বাইরে যে ২০০ লোক আছে, তাদের জুতার বাড়ি, চড়-থাপ্পড় খাবেন?”
এ ঘটনার পাশাপাশি গুলশানে চাঁদাবাজির মামলায় রিয়াদসহ সাবেক পাঁচ নেতা বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে মা-বাবা হত্যার মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুর ৯ মাসের শিশুকন্যা সিদরাতুল মুনতাহা রাইসা ও তার মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে। সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেই ইঙ্গিতই দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
১ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৬ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
৬ ঘণ্টা আগে