Ajker Patrika

আগুন নিয়ন্ত্রণের কথা বললেও এনেক্সকো টাওয়ারে ছিটানো হচ্ছে পানি 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২: ২২
Thumbnail image

বঙ্গবাজারে আগুন লেগে মার্কেট পুড়ে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের কথা বলা হলেও এনেক্সকো টাওয়ারে ছিটানো হচ্ছে পানি। 

আজ বুধবার সকালে দেখা যায় এনেক্সকো ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে চতুর্থ তলা ও পূর্ব দিকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি থেকে ছিটানো হচ্ছে পানি। 

আফজাল গার্মেন্টসের ম্যানেজার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভেতরে সব কাপড়ের দোকান। ধারণা করা হচ্ছে, ভেতরে এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস তাই পানি ছিটাচ্ছে। সকাল থেকে দেখতে পাই অনবরত ধোঁয়া বের হচ্ছে।’

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘এনেক্সকো টাওয়ারেও গতকাল অনেকক্ষণ আগুন জ্বলছিল, রাতে মোটামুটি নিয়ন্ত্রণে আনার সুযোগ হলেও সকাল থেকে আবার ধোঁয়া বের হচ্ছিল, তাই পানি ছিটানো হচ্ছে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত