আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।
সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।
এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’
তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।
তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।
সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।
এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’
তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।
তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে