Ajker Patrika

মঠবাড়িয়ায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে যুবক নিহত

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯: ৪২
মঠবাড়িয়ায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে যুবক নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে মো. শেখ এমদাদুল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার রাতে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকায় এৎ দুর্ঘটনা ঘটে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নিহত এমদাদুল পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শেখবাড়ী এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।

গুরুতর আহত আব্দুল্লাহ শেখ (২৫) পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হোরের হাওলা এলাকার মো. হুমায়ূন শেখের ছেলে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, এমদাদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং আব্দুল্লাহ নামের একজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত