চাঁদপুর প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমনকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শাহরাস্তি থানা-পুলিশ উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। সুমন ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। গত সোমবার ওই থানায় যোগদানের পর থেকে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত মর্মে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) স্বাক্ষরিত ওই প্রত্যয়নপত্রে (২০২২ সালের ৪ জানুয়ারি) তিনি লেখেন, ‘আমি মো. নজরুল ইসলাম বাবু, এই মর্মে প্রত্যয়ন করছি যে মো. মনিরুল হক ডাবলু, পিতা আ. জলিল মিয়া, গ্রাম বাহাদুরপুর, থানা গোয়ালন্দ, জেলা রাজবাড়ী; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন। ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার শক্তির পক্ষে ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী। বর্তমানে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) হিসেবে কর্মরত রয়েছেন। আমি তাঁর সার্বিক সাফল্য কামনা করছি।’
জানা গেছে, বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন তদন্ত করতে আশুলিয়া থানায় হাজির হন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুমন আশুলিয়া থানায় এসে বলেন, ওসি মনিরুল হক ডাবলু নাকি ছাত্রলীগ করতেন। তাঁর তদন্ত করতে এসেছেন। এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে সুমন নিজেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয় দেন। তখন ওসি ডাবলুকে তাঁর কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এরপর সুমন গোপনে তাঁর গ্রামের বাড়ি ফিরে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, সুমনকে আইনিপ্রক্রিয়া অনুসরণ করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকার সাভারের আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলুর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করতে যাওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমনকে চাঁদপুরের শাহরাস্তি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শাহরাস্তি থানা-পুলিশ উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। সুমন ওই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তাঁকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে আশুলিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। গত সোমবার ওই থানায় যোগদানের পর থেকে তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত মর্মে একটি ডিও লেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) স্বাক্ষরিত ওই প্রত্যয়নপত্রে (২০২২ সালের ৪ জানুয়ারি) তিনি লেখেন, ‘আমি মো. নজরুল ইসলাম বাবু, এই মর্মে প্রত্যয়ন করছি যে মো. মনিরুল হক ডাবলু, পিতা আ. জলিল মিয়া, গ্রাম বাহাদুরপুর, থানা গোয়ালন্দ, জেলা রাজবাড়ী; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন। ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে স্বাধীনতার শক্তির পক্ষে ছাত্রলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ব্যক্তিগতভাবে মুজিব সৈনিক এবং শেখ হাসিনার একজন নির্ভীক কর্মী। বর্তমানে নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) হিসেবে কর্মরত রয়েছেন। আমি তাঁর সার্বিক সাফল্য কামনা করছি।’
জানা গেছে, বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন সুমন তদন্ত করতে আশুলিয়া থানায় হাজির হন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুমন আশুলিয়া থানায় এসে বলেন, ওসি মনিরুল হক ডাবলু নাকি ছাত্রলীগ করতেন। তাঁর তদন্ত করতে এসেছেন। এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করলে সুমন নিজেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয় দেন। তখন ওসি ডাবলুকে তাঁর কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এরপর সুমন গোপনে তাঁর গ্রামের বাড়ি ফিরে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, সুমনকে আইনিপ্রক্রিয়া অনুসরণ করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
২২ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
২৭ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩১ মিনিট আগে