নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, সেই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
মেট্রোরেলের একটি সূত্র বলছে, মেট্রোরেলের এমআরটি লাইন-৬–এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।
এই মুহূর্তে লাইনে ১০টি ট্রেন আটকে আছে। মূলত মেট্রোরেলের সিগন্যালিং সিস্টেম ফেল করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। সিগন্যালের সিস্টেম ছাড়া ট্রেনগুলো আনা যাবে, তবে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। সিগন্যালিং সিস্টেমের সঙ্গে টেলিকম সিস্টেমেরও ঝামেলা দেখা দিয়েছে। ইঞ্জিনিয়ার এই মুহূর্তে লাইনে আছেন। সমাধান হওয়া মাত্রই চালু হবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন) নাসির উদ্দীন বলেন, ‘আমরা সমস্যা সমাধানে কাজ করছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মেট্রোরেল চলাচল বন্ধ নিয়ে পোস্ট করেছেন। শিমুল সালাউদ্দিন নামে একজন ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কারওয়ান বাজার স্টেশনে মেট্রোরেলের একজন কর্মীকে হ্যান্ড মাইকে বলতে শোনা যায়, ট্রেন চলাচল বন্ধ আছে এবং এ জন্য যাঁরা টিকিট কেটেছেন তাঁদের টিকিট রিফান্ড করা হবে।
আগারগাঁওয়ে স্টেশনের মাইকে বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। জরুরি প্রয়োজনে বিকল্প পরিবহন ব্যবহার করুন।
এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি।
হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। আজ শনিবার সন্ধ্যা ৭টার পর হঠাৎ মেট্রোরেল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, সেই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
মেট্রোরেলের একটি সূত্র বলছে, মেট্রোরেলের এমআরটি লাইন-৬–এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি ট্রেন কাছাকাছি স্টেশনে আটকে আছে।
এই মুহূর্তে লাইনে ১০টি ট্রেন আটকে আছে। মূলত মেট্রোরেলের সিগন্যালিং সিস্টেম ফেল করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। সিগন্যালের সিস্টেম ছাড়া ট্রেনগুলো আনা যাবে, তবে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। সিগন্যালিং সিস্টেমের সঙ্গে টেলিকম সিস্টেমেরও ঝামেলা দেখা দিয়েছে। ইঞ্জিনিয়ার এই মুহূর্তে লাইনে আছেন। সমাধান হওয়া মাত্রই চালু হবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন) নাসির উদ্দীন বলেন, ‘আমরা সমস্যা সমাধানে কাজ করছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মেট্রোরেল চলাচল বন্ধ নিয়ে পোস্ট করেছেন। শিমুল সালাউদ্দিন নামে একজন ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কারওয়ান বাজার স্টেশনে মেট্রোরেলের একজন কর্মীকে হ্যান্ড মাইকে বলতে শোনা যায়, ট্রেন চলাচল বন্ধ আছে এবং এ জন্য যাঁরা টিকিট কেটেছেন তাঁদের টিকিট রিফান্ড করা হবে।
আগারগাঁওয়ে স্টেশনের মাইকে বলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। জরুরি প্রয়োজনে বিকল্প পরিবহন ব্যবহার করুন।
এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি।
মচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
৮ মিনিট আগেগুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় বনানী ১১ নম্বর রোডে বিক্ষোভে নামেন রিকশাচালকেরা। ছবি তুলতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
১৮ মিনিট আগে৬ দফা দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার ইনস্টিটিউটের প্রধান ফটকসহ ছয়টি দপ্তরে তালা দেন তাঁরা।
১৯ মিনিট আগে