Ajker Patrika

বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ ২ বিদেশগামী যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১২: ৫৮
বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ ২ বিদেশগামী যাত্রী গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলারসহ দুই বিদেশগামী যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত দুই যাত্রী হলেন—মাহমুদা ফিরোজ ও মেহেমেট রেমজি। 

বিমানবন্দরের বোর্ডিং গেট ৭ ও ১০ থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত সাড়ে ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘এমিরেটস এবং টার্কিশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্থানকালে ২ লাখ ৩০ হাজার ৫০০ ইউএস ডলারসহ তুর্কি পাসপোর্টধারী একজনসহ দুজন যাত্রীকে অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) সহযোগিতায় আটক করা হয়েছে।’ 

সানোয়ারুল কবির বলেন, ‘এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৭ ফ্লাইটের যাত্রী মাহমুদা ফিরোজকে বোর্ডিং গেট থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ হাজার ৫০০ ইউএস ডলার জব্দ করা হয়।’ 

এই কাস্টমস কর্মকর্তা বলেন, ‘অপর আরেক অভিযানে তুর্কি পাসপোর্টধারী টার্কিস এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী মেহেমেট রেমযিকে ওই দিন রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের বোর্ডিং গেট ১০ থেকে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ আটক করা হয়েছে। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও ৮০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়।’ 

ডিসি সানোয়ারুল কবির বলেন, ‘আটক হওয়া দুই যাত্রী কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়া এসব বৈদেশিক মুদ্রা নিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন। তাই তাঁদের বিমানবন্দর থানায় সোপর্দ করে পৃথক ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়েছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কাস্টমস আইনেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঙ্গে জব্দকৃত এসব ইউএস ডলার কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত