নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের প্রত্নস্থানগুলোর যে সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা সরকার হাতে নিয়েছে, তা সংশ্লিষ্ট গবেষকদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ মঙ্গলবার ঢাকার লালবাগ জাদুঘরের হলরুমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্যোগে ‘লালবাগ দুর্গস্থ হাম্মামখানার সংস্কার-সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতিবিষয়ক পর্যালোচনা ও অংশীজন সভা’ শীর্ষক আয়োজনে এ কথা বলেন তিনি।
উন্নয়নে স্থানীয় জনগণের কল্যাণের বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, মোগলরা জনগণের অর্থ দিয়েই এই হম্মামখানা ও দুর্গ নির্মাণ করেছে। তাই এই জাদুঘরের আয়, উন্নয়ন ও সংস্কার পরিকল্পনায় স্থানীয় জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। জাদুঘরের সংস্কারকাজে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
লিখিত বক্তব্যে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি সামনে রেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কার-সংরক্ষণের লক্ষ্যে মার্কিন দূতাবাসের অর্থায়নে লালবাগ জাদুঘরের হাম্মামখানার এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালের ২৪ মার্চ এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনজন দেশীয় বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবু সাঈদ, এম আহমেদ, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ এবং বিদেশি বিশেষজ্ঞ ড. টি এম জে নিলান কোরেকে পরামর্শক হিসেবে কাজ করছেন।
ত্রিমাত্রিক স্থাপত্যের ডকুমেন্টেশনের জন্য বিশেষায়িত ফার্ম হিসেবে গ্লোবাল সার্ভে কনসালট্যান্ট কাজ করছে। পুরো প্রকল্প প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হেরিটেজ সেলের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ড. আবু সাঈদ লালবাগ দুর্গেই একটি সাইট মিউজিয়াম করার প্রস্তাব দেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক তানিয়া সুলতানার সঞ্চালনায় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিতের সভাপতিত্বে পর্যালোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরসহ অন্যরা। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালিহা নার্গিস আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা।
দেশের প্রত্নস্থানগুলোর যে সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা সরকার হাতে নিয়েছে, তা সংশ্লিষ্ট গবেষকদের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ মঙ্গলবার ঢাকার লালবাগ জাদুঘরের হলরুমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্যোগে ‘লালবাগ দুর্গস্থ হাম্মামখানার সংস্কার-সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতিবিষয়ক পর্যালোচনা ও অংশীজন সভা’ শীর্ষক আয়োজনে এ কথা বলেন তিনি।
উন্নয়নে স্থানীয় জনগণের কল্যাণের বিষয়টিও এ ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, মোগলরা জনগণের অর্থ দিয়েই এই হম্মামখানা ও দুর্গ নির্মাণ করেছে। তাই এই জাদুঘরের আয়, উন্নয়ন ও সংস্কার পরিকল্পনায় স্থানীয় জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। জাদুঘরের সংস্কারকাজে অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
লিখিত বক্তব্যে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি সামনে রেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কার-সংরক্ষণের লক্ষ্যে মার্কিন দূতাবাসের অর্থায়নে লালবাগ জাদুঘরের হাম্মামখানার এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালের ২৪ মার্চ এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিনজন দেশীয় বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবু সাঈদ, এম আহমেদ, অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ এবং বিদেশি বিশেষজ্ঞ ড. টি এম জে নিলান কোরেকে পরামর্শক হিসেবে কাজ করছেন।
ত্রিমাত্রিক স্থাপত্যের ডকুমেন্টেশনের জন্য বিশেষায়িত ফার্ম হিসেবে গ্লোবাল সার্ভে কনসালট্যান্ট কাজ করছে। পুরো প্রকল্প প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হেরিটেজ সেলের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ড. আবু সাঈদ লালবাগ দুর্গেই একটি সাইট মিউজিয়াম করার প্রস্তাব দেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক তানিয়া সুলতানার সঞ্চালনায় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিতের সভাপতিত্বে পর্যালোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরসহ অন্যরা। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালিহা নার্গিস আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে