ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি গত বছরের জুলাই মাসে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ‘রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে’ আটক হওয়া ৩৪ বুয়েট শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছে এ সংগঠন।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি। মানববন্ধন শেষে দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর রাশা, অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়, সুপ্রিম কোর্টের আইনজীবী এ ইউ জেড প্রিন্স প্রমুখ।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ৩৪ জন শিবির ক্যাডারকে বুয়েট থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দিতে হবে। অন্যথায় বুয়েটের প্রশাসনিক কার্যালয় ঘেরাও কর্মসূচি দেবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
তাঁর দাবি, সুনামগঞ্জের স্থানীয় জামায়াতের আমির ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই ৩৪ জনের মুক্তি চেয়েছিল। শিবিরের এই ক্যাডারেরা জামিনে বের হয়ে বুয়েটকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, দাবি না মানলে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা বুয়েটে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে।
বুয়েটে সুকৌশলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়।
ভাস্কর রাশা বলেন, ‘বুয়েট এখনো পাকিস্তানি অধ্যাদেশে পরিচালিত হচ্ছে। স্বৈরশাসক আইয়ুব খানের ১৯৬২ সালের পাকিস্তানি অধ্যাদেশ বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় বুয়েট পরিচালনা করার জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে হবে। অবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি গত বছরের জুলাই মাসে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে ‘রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে’ আটক হওয়া ৩৪ বুয়েট শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছে এ সংগঠন।
আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটি। মানববন্ধন শেষে দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।
সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর রাশা, অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়, সুপ্রিম কোর্টের আইনজীবী এ ইউ জেড প্রিন্স প্রমুখ।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠকের অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ৩৪ জন শিবির ক্যাডারকে বুয়েট থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দিতে হবে। অন্যথায় বুয়েটের প্রশাসনিক কার্যালয় ঘেরাও কর্মসূচি দেবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
তাঁর দাবি, সুনামগঞ্জের স্থানীয় জামায়াতের আমির ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই ৩৪ জনের মুক্তি চেয়েছিল। শিবিরের এই ক্যাডারেরা জামিনে বের হয়ে বুয়েটকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমিনুল ইসলাম বলেন, দাবি না মানলে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা বুয়েটে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রশাসনকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য করবে।
বুয়েটে সুকৌশলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়।
ভাস্কর রাশা বলেন, ‘বুয়েট এখনো পাকিস্তানি অধ্যাদেশে পরিচালিত হচ্ছে। স্বৈরশাসক আইয়ুব খানের ১৯৬২ সালের পাকিস্তানি অধ্যাদেশ বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনায় বুয়েট পরিচালনা করার জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে হবে। অবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করতে হবে।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৫ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৫ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৫ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৫ ঘণ্টা আগে