নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই রিমান্ড মঞ্জুর করেন।
সকালে জাফর আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা জাফর আলমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাঁর পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষে শুনানির পর আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
আওয়ামী লীগের পতনের পর জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৫-১৬টি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই রিমান্ড মঞ্জুর করেন।
সকালে জাফর আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা জাফর আলমকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাঁর পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষে শুনানির পর আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
আওয়ামী লীগের পতনের পর জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৫-১৬টি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এশার নামাজের সময় মজিবুর রহমান বাড়ির পাশের মসজিদে যান। তিনি নামাজরত অবস্থায় থাকাকালে তাঁর বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে মজিবুর রহমান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
২৪ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে জাল নোটসহ পলাশ হাওলাদার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পেছনের এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৬ মিনিট আগেমঙ্গলবার সকালে নয়ন দোকানে যাওয়ার পর দুপুরে খাওয়ার জন্য বাড়িতে ফিরে আসেন। পরে আত্মীয়স্বজনকে ফোন করে বিপদের কথা জানিয়ে টাকা চান। কী কারণে টাকা দরকার—জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি। একপর্যায়ে মায়ের কাছে থাকা স্বর্ণের এক জোড়া দুল নিয়ে তিনি আবার বাইরে চলে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।
৩২ মিনিট আগেজুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করবেন জেলা শাখার প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা।
৪১ মিনিট আগে