Ajker Patrika

হাসপাতালে খালেদা জিয়ার কক্ষে প্রবেশের চেষ্টা, যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯: ৫১
হাসপাতালে খালেদা জিয়ার কক্ষে প্রবেশের চেষ্টা, যুবক কারাগারে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্ষে (কেবিনে) প্রবেশের চেষ্টাকালে আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম সুজন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। এ সময় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত রোববার তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রোববার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ রিমান্ড আবেদনে উল্লেখ করেছে, কেন এই যুবক হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেছিল তা জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

এর আগে গত শনিবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে সুজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেল ৫টার দিকে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত