Ajker Patrika

সাবের হোসেন চৌধুরীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, হামলাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৮: ৪১
Thumbnail image

ঢাকার আদালতে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ করেছেন উৎসুক লোকজন। এ ছাড়া আদালতে পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্যেও তাঁর ওপর হামলাচেষ্টা করে কয়েকজন।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে হাজতখানায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পল্টন থানায় দায়ের করা মামলায় বিকেলে রিমান্ড শুনানি শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ একই থানার অন্য মামলার আসামি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতা–কর্মীরা তাঁদের লক্ষ করে ডিম নিক্ষেপ করতে থাকেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। তখন পুলিশসহ আসামিরা দৌড়ে আদালতের হাজতখানায় প্রবেশ করেন।

উল্লেখ্য, দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির এক কর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবের হোসেন চৌধুরীর পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। শুনানি করার জন্য তিনি আদালতে উপস্থিত হলে বিএনপিপন্থী আইনজীবীরা নানা ধরনের কটূক্তি করতে থাকেন। একপর্যায়ে তিনি শুনানি না করেই আদালত থেকে চলে যেতে চান।

এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করার জন্য আদালতে উপস্থিত আইনজীবী ওমর ফারুক ফারুকী সিনিয়র আইনজীবীকে (এহসানুল হক সমাজী) শুনানি করতে অনুরোধ করেন এবং তিনি বিএনপিপন্থী আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন। তখন ওমর ফারুক ফারুকী আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘উনি (সমাজী) শুনানি না করলে পত্রিকায় নিউজ হবে। আপনারা থামেন উনাকে শুনানি করার সুযোগ দেন।’ এরপরও হইচই এর মধ্যে সামাজীকে শুনানি করতে হয়।

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে পল্টন থানায় দায়ের করা শামীম হত্যা মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড শুনানির একপর্যায়ে সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আদালতকে বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সময় তিনি দেশে ছিলেন না। তাঁকে মিথ্যাভাবে এই মামলায় জড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত