নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার আদালতে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ করেছেন উৎসুক লোকজন। এ ছাড়া আদালতে পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্যেও তাঁর ওপর হামলাচেষ্টা করে কয়েকজন।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে হাজতখানায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পল্টন থানায় দায়ের করা মামলায় বিকেলে রিমান্ড শুনানি শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ একই থানার অন্য মামলার আসামি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতা–কর্মীরা তাঁদের লক্ষ করে ডিম নিক্ষেপ করতে থাকেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়।
সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। তখন পুলিশসহ আসামিরা দৌড়ে আদালতের হাজতখানায় প্রবেশ করেন।
উল্লেখ্য, দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির এক কর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সাবের হোসেন চৌধুরীর পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। শুনানি করার জন্য তিনি আদালতে উপস্থিত হলে বিএনপিপন্থী আইনজীবীরা নানা ধরনের কটূক্তি করতে থাকেন। একপর্যায়ে তিনি শুনানি না করেই আদালত থেকে চলে যেতে চান।
এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করার জন্য আদালতে উপস্থিত আইনজীবী ওমর ফারুক ফারুকী সিনিয়র আইনজীবীকে (এহসানুল হক সমাজী) শুনানি করতে অনুরোধ করেন এবং তিনি বিএনপিপন্থী আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন। তখন ওমর ফারুক ফারুকী আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘উনি (সমাজী) শুনানি না করলে পত্রিকায় নিউজ হবে। আপনারা থামেন উনাকে শুনানি করার সুযোগ দেন।’ এরপরও হইচই এর মধ্যে সামাজীকে শুনানি করতে হয়।
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে পল্টন থানায় দায়ের করা শামীম হত্যা মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড শুনানির একপর্যায়ে সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আদালতকে বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সময় তিনি দেশে ছিলেন না। তাঁকে মিথ্যাভাবে এই মামলায় জড়ানো হয়েছে।
ঢাকার আদালতে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ করেছেন উৎসুক লোকজন। এ ছাড়া আদালতে পুলিশের নিরাপত্তাব্যবস্থার মধ্যেও তাঁর ওপর হামলাচেষ্টা করে কয়েকজন।
আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে হাজতখানায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পল্টন থানায় দায়ের করা মামলায় বিকেলে রিমান্ড শুনানি শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ একই থানার অন্য মামলার আসামি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতা–কর্মীরা তাঁদের লক্ষ করে ডিম নিক্ষেপ করতে থাকেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়।
সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। তখন পুলিশসহ আসামিরা দৌড়ে আদালতের হাজতখানায় প্রবেশ করেন।
উল্লেখ্য, দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির এক কর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সাবের হোসেন চৌধুরীর পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। শুনানি করার জন্য তিনি আদালতে উপস্থিত হলে বিএনপিপন্থী আইনজীবীরা নানা ধরনের কটূক্তি করতে থাকেন। একপর্যায়ে তিনি শুনানি না করেই আদালত থেকে চলে যেতে চান।
এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করার জন্য আদালতে উপস্থিত আইনজীবী ওমর ফারুক ফারুকী সিনিয়র আইনজীবীকে (এহসানুল হক সমাজী) শুনানি করতে অনুরোধ করেন এবং তিনি বিএনপিপন্থী আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন। তখন ওমর ফারুক ফারুকী আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘উনি (সমাজী) শুনানি না করলে পত্রিকায় নিউজ হবে। আপনারা থামেন উনাকে শুনানি করার সুযোগ দেন।’ এরপরও হইচই এর মধ্যে সামাজীকে শুনানি করতে হয়।
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে পল্টন থানায় দায়ের করা শামীম হত্যা মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড শুনানির একপর্যায়ে সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আদালতকে বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। এই মামলায় বর্ণিত হত্যাকাণ্ডের সময় তিনি দেশে ছিলেন না। তাঁকে মিথ্যাভাবে এই মামলায় জড়ানো হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
২৩ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে