Ajker Patrika

খামখেয়ালি রাজার অধীনে বাস করছি: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খামখেয়ালি রাজার অধীনে বাস করছি: রিজভী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খামখেয়ালি’ রাজা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দল ও বিরোধী মতকে সহ্য করতে পারে না—এমন এক খামখেয়ালি রাজা দেশ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। 

রাজধানীর নয়াপল্টনে আজ রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন রিজভী। 

বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর ছাত্রদল (পূর্ব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে রিজভী বলেন, ‘এক খামখেয়ালি রাজার অধীনে আমরা বাস করছি। তিনি কোনো বিরোধী দল, বিরোধী মতের সমালোচনা সহ্য করতে পারেন না বলেই অল্প বয়সে জনি, রাজু ও বাপ্পিদের চলে যেতে হয়েছে।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘গণতন্ত্র আপনি ডাকাতি করেছেন। ডাকাতি করে ডাকাতের মতো, সন্ত্রাসীর মতো অপহরণ করে খামখেয়ালি রাজার মতো দেশ চালাচ্ছেন।’ 

বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতাদের মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ‘প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দেন রিজভী। তিনি বলেন, ‘আমরাও প্রতিশোধ নেব। তবে হত্যার বদলা হত্যা দিয়ে নয়। আমরা (প্রতিশোধ) নেব ন্যায়সংগত বিচারের মাধ্যমে। গণতন্ত্র ফিরে আসবে, বাক্‌স্বাধীনতা ফিরে আসবে, ন্যায়বিচার ফিরে আসবে। সেই ন্যায়বিচারের আদালতে যারা জনি, রাজু, বাপ্পিদের হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত