Ajker Patrika

উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২০: ১০
উত্তরায় ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উত্তরা আবদুল্লাহপুরের বাসস্টপেজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পাইটালবাড়ির মো. ফারুকের ছেলে আসিফ (১৮), কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মো. সেকান্দার মিয়ার ছেলে ফারুক (৩৮) ও কক্সবাজারের রামু উপজেলার ঈদগর গ্রামের নবী হোসেনের ছেলে আবুল কাশেম (৩২)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মাসুদ আলম বলেন, এসব ইয়াবা মাদক কারবারিরা সু-কৌশলে শরীর বিভিন্ন স্থানে লুকিয়ে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে এসেছেন। পরে তাঁরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করতেন। 

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি আবুল কাশেমের বিরুদ্ধে সিলেট মহানগরীর চান্দগাঁও থানায়ও মাদক মামলা রয়েছে। 

ওসি মাসুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আজ সকালে তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত