বিশেষ প্রতিনিধি, ঢাকা
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।
ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।
ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।
জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় , দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার পরপরই ফ্লাইটটি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১১ জন ক্রু ও ২৮০ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে রয়েছেন।
ফ্লাইট TK713 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলগামী ছিল। সফলভাবে উড্ডয়নের কিছুক্ষণ পর পাখির ধাক্কায় ইঞ্জিনে তীব্র কম্পন অনুভূত হয়।
ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, পাখির ধাক্কার পরপরই দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে ফ্লাইট ক্যাপ্টেন নিশ্চিত করেন, আগুন না লাগলেও তীব্র কম্পন অনুভূত হয়েছিল।
জরুরি পরিস্থিতি হিসেবে উড়োজাহাজটিকে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (AOG)’ ঘোষণা করে অবতরণ করানো হয়। যেহেতু ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে, তাই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এদিকে, যাত্রীদের জন্য নিকটবর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করেছে বিমান সংস্থাটি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আজ সকাল ৭টা ৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK713, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পাইলট সতর্কতা মূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবর পড়ুন:
সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বেলা ১১টায় বার্ধক্য জনিত কারণে ঢাকার নিজ বাস ভবনে তিনি মারা যান।
২৫ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে ৬৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেক পোস্ট চলাকালে তাকে আটক করা হয়। বাবু ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনা মিয়া দরজির ছেলে।
৩১ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২৪ ঘণ্টায় যুবলীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেতিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাত।
১ ঘণ্টা আগে