শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপির নেতার বাড়িতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতা মাহমুদুল হাসানের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নেতাকর্মী সমর্থকেরা বাড়িতে উপস্থিত হন।
মাহমুদুল হাসান বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
বিএনপির একটি সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
স্কুলশিক্ষকের ছেলে শিবলী বলেন, ‘এক বাড়িতেই আমরা সবাই থাকি। তার বাবা ও তিনি রাতে বাড়িতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন। পাশের রুমে ছোট ভাই ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই। পরে ঘরের জানালার কাচ ছিদ্র হয়ে আছে দেখে নিশ্চিত হই গুলির বিষয়টি।’
স্কুলশিক্ষকের পুত্রবধূ নুসরাত জাহান রত্না জানান, বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসা পড়ে ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার দাবি, বাড়ির পশ্চিম পাশ থেকে গুলি ছোড়া হয়েছিল। এতে দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শ্রীপুরের কোথাও কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। কঠিন হাতে সব ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমন করা হবে। আশা করি, দ্রুত সময়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর।
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপির নেতার বাড়িতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতা মাহমুদুল হাসানের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নেতাকর্মী সমর্থকেরা বাড়িতে উপস্থিত হন।
মাহমুদুল হাসান বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
বিএনপির একটি সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
স্কুলশিক্ষকের ছেলে শিবলী বলেন, ‘এক বাড়িতেই আমরা সবাই থাকি। তার বাবা ও তিনি রাতে বাড়িতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন। পাশের রুমে ছোট ভাই ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই। পরে ঘরের জানালার কাচ ছিদ্র হয়ে আছে দেখে নিশ্চিত হই গুলির বিষয়টি।’
স্কুলশিক্ষকের পুত্রবধূ নুসরাত জাহান রত্না জানান, বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসা পড়ে ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার দাবি, বাড়ির পশ্চিম পাশ থেকে গুলি ছোড়া হয়েছিল। এতে দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শ্রীপুরের কোথাও কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। কঠিন হাতে সব ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমন করা হবে। আশা করি, দ্রুত সময়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৩১ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৩৩ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৩৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে