শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া এক শিশুকে গাজীপুরে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঠাঁকুরগাও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ। সে ঠাঁকুরগাওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা বড়বাড়ি গ্রামের সামছুদ্দিনের কন্যা সোনালী আক্তার শিরিন (২০), একই গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের কন্যা মোসা. লাভলী বেগম (৩৯। তাঁরা সবাই শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আত্মগোপনে ছিলেন।
জানা গেছে, গত ৯ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরদিন পরিবারের সদস্যরা টয়লেটে গেল কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র্যাব-১ ও দিনাজপুর র্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব-১ এর পুলিশ সুপার মামুন চিশতী জানান ঠাঁকুরগাওয়ে চুরি হওয়া শিশুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দুটি টিম অভিযানে নামে। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া এক শিশুকে গাজীপুরে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঠাঁকুরগাও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ। সে ঠাঁকুরগাওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা বড়বাড়ি গ্রামের সামছুদ্দিনের কন্যা সোনালী আক্তার শিরিন (২০), একই গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের কন্যা মোসা. লাভলী বেগম (৩৯। তাঁরা সবাই শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আত্মগোপনে ছিলেন।
জানা গেছে, গত ৯ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরদিন পরিবারের সদস্যরা টয়লেটে গেল কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র্যাব-১ ও দিনাজপুর র্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব-১ এর পুলিশ সুপার মামুন চিশতী জানান ঠাঁকুরগাওয়ে চুরি হওয়া শিশুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দুটি টিম অভিযানে নামে। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
১ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
১ ঘণ্টা আগে