Ajker Patrika

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা প্রাইভেট কারে বাসের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২২: ৩৪
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা প্রাইভেট কারে বাসের ধাক্কা, নিহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁওয়ে যাত্রীবাহী একটি বাস থেমে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারের চালক মিলন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহফুজ নামে আরও একজন।

আজ রাতে এ বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। 

তিনি বলেন, আজ সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেট কার নষ্ট হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে থেমে যায়। তখন পেছন থেকে আসা একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

মহসীন বলেন, এ ঘটনায় প্রাইভেট কারের চালক মিলন মারা গেছেন। এ ছাড়া এতে থাকা মাহফুজ নামে এক যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এদিকে, ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। তাঁদের আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত