Ajker Patrika

রাজধানীর উত্তরায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২৩: ০১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরার কসাইবাড়ি, আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মোখাউলা গ্রামের সেলিমের ছেলে আরিফ নাঈম, বগুড়ার শাহজাহানপুর উপজেলার বীরগ্রামের আব্দুল গণির ছেলে মোহাম্মদ মারুফ, নরসিংদীর পলাশ উপজেলার করতেতুন গ্রামের মৃত আওলাদের মোহাম্মদ হৃদয়, পিরোজপুরের মঠবাড়িয়ার আব্দুল গণির ছেলে মোহাম্মদ রায়হান, নরসিংদীর সদর উপজেলার পেয়ারা গ্রামের মিন্টু মিয়ার ছেলে মো. সোহান (২৫)।

এ বিষয়ে র‍্যাব-১ এর (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘কসাইবাড়ি এলাকা থেকে একটি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা মোবাইলটি টঙ্গীর মাজার বস্তিতে ৩৫০০ টাকার বিনিময়ে বিক্রি করেছেন।’

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘সেই সূত্র ধরে টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে ছিনতাইকারী চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য বিমানবন্দর ও টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত