Ajker Patrika

তুরাগে সবজির ভ্যানে ৩১২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২ যুবক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০: ৫৪
ফেনসিডিলসহ গ্রেপ্তার নাগর হোসেন (২২) ও মো. শিমুল (২১)। ছবি: সংগৃহীত
ফেনসিডিলসহ গ্রেপ্তার নাগর হোসেন (২২) ও মো. শিমুল (২১)। ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে সবজির ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল ৩১২ বোতল ফেনসিডিল। এসব ফেনসিডিলসহ নাগর হোসেন (২২) ও মো. শিমুল (২১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরাগের ধউর চেকপোস্ট থেকে আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শেরের হোদা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নাগর হোসেন ও সোহেল রানার ছেলে শিমুল।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তুরাগের ধউর চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিলসহ নাগর হোসেন ও শিমুল নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবজির ভ্যানে করে এসব ফেনসিডিল চুয়াডাঙ্গা থেকে গাজীপুরের টঙ্গী নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া নাগরের বিরুদ্ধে সাতটি ও শিমুলের বিরুদ্ধে আগেও পাঁচটি মাদক মামলা রয়েছে। তাঁরা পেশাদার মাদক কারবারি।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি মনির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত