Ajker Patrika

সুপ্রিম কোর্ট বারে আইনজীবীদের হাতাহাতি: খোকন-কাজলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৩, ২০: ২১
সুপ্রিম কোর্ট বারে আইনজীবীদের হাতাহাতি: খোকন-কাজলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের হাতাহাতি, ধাক্কাধাক্কি ও সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকউল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ভাঙচুর, শ্লীলতাহানি ও চুরির অভিযোগ আনা হয়।  

মামলায় বিএনপিপন্থী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. মহসিন রশিদ, অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুবসহ ২৫ জন আইনজীবীর নাম উল্লেখ করে এবং  ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে গতকাল বেলা ১টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আর নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তবে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে আওয়ামীপন্থীদের পাশ দিয়ে যেতে চাইলে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ায়। ধাক্কাধাক্কির একপর্যায়ে সম্পাদকের কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। আর ওই সময় কক্ষেই অবস্থান করছিলেন বারের সম্পাদক আবদুন নূর দুলাল। ভাঙচুরের ঘটনায় একে অপরকে দায়ী করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত