Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসার সাত তলা থেকে নিচে পড়ে নাইমুন নাহার মিতু (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সিপাহিবাগ বাজার এলাকার বাসায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালে মৃতের শ্বশুর আব্দুল জলিল বলেন, ‘মিতুর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামে। বাবার নাম এবাদুর ইসলাম খোকন। বর্তমানে খিলগাঁও থানার সিপাহিবাগ বাজার এলাকার বাসায় ভাড়া থাকি। এক বছর আগে আমার ছেলে সাজেদুল ইসলাম প্রেম করে মিতুকে বিয়ে করে।’

তিনি আরও বলেন, ‘দুপুরে আমার স্ত্রী মিতুকে ভাত খেতে বলে। তখন মিতু বাসার ছাদে কাপড় শুকাতে যাওয়ার কথা বলে। সেখানে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সে মারা যায়। ওই বাসার ছাদে রেলিং ছিল না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলগাঁও থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, বাসার ছাদ থেকে পরে গিয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত