Ajker Patrika

রাজধানীতে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও পশ্চিম নন্দীপাড়ার একটি বাসায় মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। ওই কিশোরীর নাম মীম আক্তার (১৫)। 

আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনরা দাবি করেছে সে মায়ের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্বজনেরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

প্রতিবেশী অপূর্ব ইসলাম শামীম জানান, দুই মাস আগে আলআমিন নামে এক অটোরিকশা চালকের সঙ্গে মীমের বিয়ে হয়। তবে এখনো স্বামীর বাসায় উঠিয়ে নেয়নি তাকে। পশ্চিম নন্দীপাড়ার টিনশেড বাড়িটিতে বাবা রিকশা চালক আবু সাইদ ও মায়ের সঙ্গে ভাড়া থাকত। তার মা অন্যের বাসায় কাজ করেন। 

অপূর্ব ইসলাম শামীম আরও জানান, দুপুরে তার মা তাকে বাসার ময়লা পরিষ্কার করতে বলে। তবে সে মোবাইল নিয়ে বসে ছিল। এ জন্য মেয়েকে বকাঝকা করে। পরে অন্যের বাসায় কাজে চলে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখেন রুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মীমকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত